ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইসোলেশনে থেকে শুটিং পরিচালনা করলেন অমিতাভ রেজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
আইসোলেশনে থেকে শুটিং পরিচালনা করলেন অমিতাভ রেজা

নতুন কাজের প্রস্তুতি সম্পন্ন, শুটিংয়ের জন্য বিদেশ থেকে এসেছেন কলাকুশলী। তৈরি করা হয়েছে সেট।

এমন সময় করোনা রিপোর্ট পজিটিভ আসে নির্মাতা অমিতাভ রেজার! এতেই বেঁধে গেল বিপত্তি।

তবে করোনাও থামাতে পারেনি তাকে, বাসায় আইসোলেশনে থেকেই অনলাইনের মাধ্যমে সেটে পুরো শুটিং পরিচালনা করলেন তিনি! মূলত এটি ছিল একটি বিজ্ঞাপনের শুটিং, যেখানে অংশ নিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

এ নিয়ে ফেসবুকে অমিতাভ রেজার বলেন, ‘আমি কোভিড পজিটিভ। হেয়ার স্পেশালিস্ট এসেছে বিদেশ থেকে। দুর্দান্ত একটা শুটের জন্য আমাদের পুরো টিম  তৈরি। এর মাঝে এই বিপদ। ’ 

আয়নাবাজি’খ্যাত এই নির্মাতা আরো লেখেন, ‘অসুখ-বিসুখ কখনো কিছু করতে পারে নাই আমাকে। নিজে ঘরে থেকে পুরো শুটিং শেষ হলো। কাজটা কিন্তু অসম্ভব, যদি না আমার প্রযোজক ও সহকর্মীরা সহযোগিতা করতেন। ’ 

অমিতাভের শারীরিক অবস্থা এখন ভালো আছে। নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বিজ্ঞাপনটি শিগগিরই টেলিভিশনে প্রচার হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।