ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জায়েদ চাদরের নিচ দিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন: নিপুণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
জায়েদ চাদরের নিচ দিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন: নিপুণ

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়ক জায়েদ খান ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার।  

শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই অভিযোগ করেন তিনি।

  

নিপুণ বলেন, আমার কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, জায়েদ চাদরের নিচ দিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন। আমিও গেটে থাকব, দেখি কীভাবে ভোট কেনে।  

তবে অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি বলেন, এখানে সিসি ক্যামেরা আছে। তাছাড়া ভোট চাওয়া যেহেতু নিষেধ আমি থাকব না। উনাদের প্যানেলের ফেরদৌস ভাইও তো গেটে ছিলেন। এসব হচ্ছে শিল্পীদের ছোট করার জন্য।  

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।  

প্রসঙ্গত, এবাবের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন চলচ্চিত্র শিল্পীরা। একটি প্যানেলে সভাপতি পদে রয়েছে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার।

এই নির্বাচনকে কেন্দ্রে করে এফডিসিতে বাড়ানো হয়ে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই এফডিসির প্রধান গেট থেকে শুরু করে ভোটকেন্দ্র পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ।  

আরও পড়ুন:
হঠাৎ লাইভে এসে কেঁদে ফেললেন পপি
চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট শুরু
এফডিসিতে এসে মনে হচ্ছে যুদ্ধ হবে: ইলিয়াস কাঞ্চন 
আমি এসেছি সবার জন্য: শাকিল খান 
ভালো কাজ করলে হিংসা না, গবেষণা করো: জায়েদ খান

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
জেআইএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।