ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সৌদি আরবে পুরস্কৃত সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
সৌদি আরবে পুরস্কৃত সালমান খান

ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা দেশে রয়েছে সুপারস্টার সালমান খানের জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তা অনেক আগেই পৌঁছে গিয়েছে মধ্যপ্রাচ্যে।

সম্প্রতি সৌদি আরবে এক বিনোদনমূলক পুরস্কারের আসরে সেরা ব্যক্তিত্বের সম্মাননা পেয়েছেন ‘ভাইজান’।  

বিষয়টি সালমান খান নিজেই জানিয়েছেন। সে সময়কার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায়, সৌদি আরবের রাজ পরিবারের উপদেষ্টা তুর্কি আলাল শেখের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন তিনি। একই সঙ্গে আরববাসীকে ধন্যবাদ জানিয়েছেন সালমান খান। একই অনুষ্ঠানে হলিউডের নায়ক জন ট্রাভোল্টাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সালমান বলেন, ‘এদেশ আমাকে ১২ বছর বয়স থেকে চেনে। এখন আমার বয়স ৫৬। আমার যাত্রাটা আবারও যেন শুরু হল। সৌদি আরব আমার অত্যন্ত পছন্দের। ’

জানা যায়, সৌদি আরবের সঙ্গে সালমানের বহু দিনের সম্পর্ক। সেদেশে তার অনুরাগীদের সংখ্যাও প্রচুর। তাই অভিনেতার এই জনপ্রিয়তাকে স্বীকৃতি দিতেই তাকে এই সম্মান দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।