ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রকাশ হলো পৃথ্বীরাজের সংগীতায়োজনে শেষ গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
প্রকাশ হলো পৃথ্বীরাজের সংগীতায়োজনে শেষ গান পৃথ্বীরাজ

তরুণ গায়ক, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ ২০১৯ সালের ১৫ ডিসেম্বর মারা যান। প্রয়াণের দুই বছর পর শুক্রবার (৪ জানুয়ারি) মুক্তি পায়  পৃথ্বীরাজের শেষ সংগীতায়োজনে রবীন্দ্রসংগীত ‘গান ‌হৃদয়ের একূল ওকূল’।

 

গানটি ব্যবহার করা হয়েছে অঞ্জন আইচের চলচ্চিত্র ‘আগামীকাল’-এ। সিনেমাটি আসছে ৪ মার্চ মুক্তির কথা রয়েছে। মৃত্যুর আগেই ‘গান ‌হৃদয়ের একূল ওকূল’ গানটির সংগীতায়োজন করেছিলেন পৃথ্বীরাজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জানে ইশরাত।

পর্দায় এই গানে অভিনয় করেছেন মামনুন ইমন ও সূচনা আজাদ। গানটি প্রকাশ পায় ইউটিউব চ্যানেল ‘টাইগার মিডিয়া’য় ও ফেসবুক পেজ ‘টুটুল চৌধুরী’তে।

ক্লোজআপ ওয়ানের মাধ্যমে আলোচনায় আসা পৃথ্বীরাজ ২০১১ সালে নিজের প্রথম অ্যালবাম ‘ডট’ প্রকাশ করেছিলেন। পৃথ্বীরাজ ‘সেন্টার ফর মিউজিকলজি’ নামের একটি গানের স্কুলও চালাতেন। তার সুর করা রেহানের গাওয়া ‘আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না’ শিরোনামে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।