ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জায়েদ খান ছাড়াই চলছে বৈঠক, এফডিসিতে উত্তেজনা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
জায়েদ খান ছাড়াই চলছে বৈঠক, এফডিসিতে উত্তেজনা  বৈঠকে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত জায়েদ খান ও কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত চুন্নুর বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার।

এই বিষয়টি সুরাহ করতে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় এফডিসিতে পরিচালক সমিতিতে জরুরি বৈঠকে বসেছে নির্বাচনের আপিল বোর্ড। এতে অভিযোগকারী নিপুণ উপস্থিত থাকলেও অংশ নিতে দেখা যায়নি জায়েদ খানকে। ফলে তাকে ছাড়াও এক পক্ষকে নিয়ে চলছে এই রুদ্ধতার বৈঠক।

বৈঠকে ইলিয়াস-নিপুণ প্যানেলের পক্ষ থেকে নিপুণ আক্তার, সাইমন সাদিক ও জেসমিন উপস্থিত হয়েছেন। এছাড়া আপিল বোর্ডের পক্ষে রয়েছেন চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও আপিল বোর্ডের সদস্য মোহম্মদ হোসেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনেও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও নির্বাচন কেন্দ্রিক জটিলতা শেষ হয়নি।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ বেশ কয়েকটি অভিযোগ করেছেন প্রতিপক্ষ প্যানেলের সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। পাশাপাশি কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত চুন্নুর বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি।

নির্বাচন কেন্দ্রিক জটিলতা নিষ্পত্তি করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নির্বাচনের আপিল বোর্ডকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনেই শনিবার (৫ জানুয়ারি) বিষয়টির সুরাহা করতে বৈঠক ডাকে আপিল বোর্ড।

এদিকে, এই বিষয়টি কেন্দ্র করে জায়েদ খানের পক্ষে ও বিপক্ষে শিল্পী সমিতির অনেক সদস্য এফডিসিতে উপস্থিত হয়েছেন। এই নিয়ে চলচ্চিত্রের আঁতুড় ঘরে টানটান উত্তেজনা বিরাজ করছে। অনেকে স্লোগান দিচ্ছেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’।  এ মুহূর্তে শিল্পী সমিতির কার্যালয়ে ঝুলছে তালা। দুজন পিয়নের কাউকে সেখানে দেখা যায়নি।  বিষয়টি নিয়ে জায়েদ খান গণমাধ্যমে বলেন, আজ সরস্বতী পূজা। এমনিতেই সমিতি বন্ধ। আজ পিয়নদের ছুটি। তাই হয়তো তাদের পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।