ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সংলাপে নয়, মিউজিকেই বাজিমাত করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
সংলাপে নয়, মিউজিকেই বাজিমাত করলেন অমিতাভ ‘ঝুন্ড’র টিজারে অমিতাভ বচ্চন

আসছে ৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘ঝুন্ড’। যেখানে বেশ কয়েকজন তরুণ মুখকে নিয়ে পর্দায় হাজির হবেন এই অভিনেতা।

 

সিনেমাটির মুক্তি সামনে রেখে চলছে প্রচারণা। এর অংশ হিসেবে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। এক মিনিট ৩৬ সেকেন্ডের টিজারে কোনও সংলাপ নেই। শুধু মিউজিক আর অভিব্যক্তি ফুটে উঠেছে। আর এতেই কৌতূহল রেখে দিলেন নির্মাতা ৷

নাগরাজ মঞ্জুলে পরিচালিত ‘ঝুন্ড’ সিনেমাটি ২০২০ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে সম্প্রতি সিনেমাটি মুক্তির দিনক্ষণ ঘোষণা করেন এর নির্মাতা।

‘ঝুন্ড’ সিনেমায় একজন শিক্ষকের ভূমিকায় দেখা যাবে বিগবিকে। এছাড়াও অমিতাভ বচ্চনকে অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ এবং অজয় দেবগন ও রাকুল প্রীত সিংয়ের সঙ্গে ‘রানওয়ে ৩৪’ সিনেমায় দেখা যাবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।