ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৯৪তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
৯৪তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের ৯৪তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।  

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) অস্কারে সেরা চলচ্চিত্রে দৌড়ে থাকা মোট ২৭৬টি সিনেমা থেকে প্রকাশ করা হয়েছে মনোনয়ন তালিকা।

এবার সবচেয়ে বেশি ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছে প্রথম স্বর্ণপামজয়ী নারী পরিচালক জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’।  

এবার সেরা চলচ্চিত্র হিসেবে মনোনয়ন তালিকায় রয়েছে ১১টি চলচ্চিত্র। সেগুলো হলো- ‘বেলফাস্ট’, ‘কোডা’, ‘ডোন্ট লুক আপ’, ‘ডুন’, ‘কিং রিচার্ড’, ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’, ‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘ড্রাইভ মাই কার’, ‘লিকোরাইস পিজা’ ও ‘নাইটমেয়ার অ্যালে’।

সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন- পল থমাস অনড্রেসন, কেনেথ ব্রানগ, জন ক্যাম্পিয়ন, স্টিভেন স্পিলবার্গ ও রেসুক হামাগুচি।

এদিকে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রথমবারের মতো মনোনীত হয়েছে ভুটানের চলচ্চিত্র ‘লুনানা-আর ইয়াক ইন দ্য ক্লাসরুম’। এছাড়া এই বিভাগে অন্যান্য চলচ্চিত্রগুলো হলো- ‘ড্রাইভ মাই কার (জাপান), ‘ফ্লি’ (ডেনমার্ক)’, ‘দ্য হ্যান্ড অব গড’ (ইতালি) ও ‘দ্য ওরস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ (নরওয়ে)।

সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন হাভিয়ের বারদেম, বেনেডিক্ট কাম্বারব্যাচ, অ্যান্ড্রু গারফিল্ড, উইল স্মিথ ও ডেনজেল ওয়াশিংটন।

সেরা অরিজিনাল চিত্রনাট্য- ডোন্ট লুক আপ (নিকোলাস ব্রিটেল), ডুন (হ্যান্স জিমার), অ্যানক্যান্টো (জার্মাইন ফ্রাঙ্কো), প্যারালাল মাদার (আলবার্তো ইগলেসিয়াস) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জনি গ্রিনউড)।

সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য- কোডা (সিয়ান হেডার), ড্রাইভ মাই কার (রুসুক হামাগুচি), ডুন (এরিক রথ, জন স্পাইহটস এবং ডেনিস ভিলেনিউভ), দ্য লস্ট ডটার (ম্যাগি গিলেনহাল) ও দ্য পাওয়ার অব ডগ (জেন ক্যাম্পিয়ন)।  

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র বিয়াগে মনোনয়ন পেয়েছে- এনকান্ত, ফ্লি, লুকা, দ্য মিশেল ভার্সেস দ্য মেশিনস, রাভা অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন।

আগামী ২৭ মার্চ অস্কারের মূল আসর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।