ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসের নাটকে হিল্লোল-মৌ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
ভালোবাসা দিবসের নাটকে হিল্লোল-মৌ  মৌ ও হিল্লোল

ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ফাল্গুনে ভালোবাসার দিন’-এ অভিনয় করলেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও সাদিয়া ইসলাম মৌ। নাটকটির মাধ্যমে দীর্ঘদিন পর টিভি পর্দায় দেখা যাবে হিল্লোলকে।

 

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের ভাবনা ও পরিকল্পনায় নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ। প্রযোজনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস।  

নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, ২০ বছর পর মায়ের অসুস্থতার খবরে দেশে ফিরেছেন আসিফ। কথা ছিল আর কখনো ফিরবেন না! কিন্তু অসুস্থ মাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসেন তিনি। কিন্তু এসেই যে পরিস্থিতির মুখোমুখি হলো তার জন্য একেবারেই তৈরি ছিলেন না আসিফ। নিলু তার সামনে দাঁড়িয়ে। এই নিলুকেই তিনি ভালোবাসতেন, দূর থেকে এখনও সেই ভালোবাসা অটুট! আসিফ-নিলু দুজনেই ভাবেন- জীবনটা তাদের কেন এমন হলো?

নাটকটিতে আরো অভিনয় করেছেন হানিফ উদ্দিন খান, কাজল বাবু, টাপুর, টুপুর প্রমুখ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ফাল্গুনে ভালোবাসার দিন’।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।