ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এইচএসসি পরীক্ষায় ৪.০৮ পেলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এইচএসসি পরীক্ষায় ৪.০৮ পেলেন পূজা চেরি পূজা চেরি

শিশুশিল্পী থেকে বড় পর্দায় নায়িকা হয়েছেন পূজা চেরি। ইতোমধ্যেই তার গ্ল্যামার ও অভিনয়ে মুগ্ধ দর্শকরা।

ঢাকাই সিনেমার চলতি সময়ের এই নায়িকা এবার এইচএসসি পরীক্ষায় পাশ করলেন।  

রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন পূজা। রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর জানা গেছে, পূজা পেয়েছেন জিপিএ- ৪.০৮ (এ গ্রেড)।  

এ বিষয়ে পূজা চেরি বলেন, ‘পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষায় অংশ নিয়েছি। মাত্র এক রাতে পড়ে পরীক্ষা দিয়ে এমন রেজাল্ট করেছি, এতেই আমি সন্তুষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন। ’  

পূজা চেরির নায়িকা হিসেবে অভিষেক হয় যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর-জাহান’-এ অভিনয়ের মাধ্যমে। এরপর কাজ করেছেন ‘প্রেম আমার-২’।  

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’। এছাড়া সম্প্রতি ‘নাকফুল’ নামের সিনেমায় যুক্ত হয়ে শুটিংয়েও যোগ দিয়েছেন এই চিত্রতারকা।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।