ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলেজ জীবনের প্রেমের গল্পে ফারহান-পায়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
কলেজ জীবনের প্রেমের গল্পে ফারহান-পায়েল মুশফিক ফারহান ও কেয়ার পায়েল

কলেজে জীবনের অন্যরকম এক ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছেন নাটক ‘ডিয়ার ভ্যালেন্টাইন’। নাটকটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়।

 

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক ফারহান ও অভিনেত্রী কেয়ার পায়েল।  

নাটকটি প্রসঙ্গে পরিচালক জানান, টিনেজ প্রেম একটা সময় পরিণত হয় লোমহর্ষক ঘটনায়। তখনই ‘ডিয়ার ভ্যালেন্টাইন’-এর আসল টুইস্ট। অনেকেই নাটকটি দেখে অনেকে নিজেদের টিনেজ জীবনের সময়টা অনুভব করতে পারবেন।

এ প্রসঙ্গে মুশফিক ফারহান বলেন, টিনেজ জীবনে প্রেমে পড়ে না বুঝেই অনেক কিছুই করে থাকি। কিন্তু বিপদে পড়লে সেই ভালোবাসা আর থাকে না। দিনশেষে পরিবারই আসল। তারাই পাশে থাকে। এমনই একটি ইতিবাচক গল্প এই নাটকে দেখা যাবে।

মুশফিক ফারহান ও কেয়া পায়েল ছাড়াও নাটকটির আরো দুটি চরিত্রে অভিনয় করেছেন শেহজাদ ওমর এবং শহিদুজ্জামান সেলিম।

জানা যায়, সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় ‘ডিয়ার ভ্যালেন্টাইন’ নাটকটি প্রকাশ পাবে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।