ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের কার্ড প্রকাশ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
ভালোবাসা দিবসে প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের কার্ড প্রকাশ!

ভালোবাসা দিবসে সামাজিক মাধ্যমে চমকে দিলেন ওপার বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন সকালে বিয়ের কার্ড প্রকাশ করে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন টলিউডের বুম্বাদা।

প্রসেনজিতের করা টুইটারে দেখা যায়, একটি ছোট ভিডিওতে লেখা রয়েছে, ‘বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। ’ 

সঙ্গে গুরুজনদের আশীর্বাদও চেয়েছেন তিনি। এই টিজার ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের পাকা দেখা থেকে সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে অভিনেতার বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়।  

তবে বিষয়টি বাস্তবে যে না তা এতেই বোঝা যাচ্ছে। এই বিয়ের টিজার ভিডিওর মধ্য দিয়ে নতুন সিনেমার খবরই জানালেন প্রসেনজিৎ।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে বড় পর্দায় একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সিনেমা ‘প্রাক্তন’-এ। বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। দীর্ঘদিন পর ফের জুটি বেঁধে সিনেমায় হাজির হতে যাচ্ছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।