ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে বিয়ে করলেন পায়েল!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
ভালোবাসা দিবসে বিয়ে করলেন পায়েল! পায়েল সরকার

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল সরকার একটি ছবি শেয়ার করে ভালোবাসার কথা জানান। ছবিতে দেখা যায়, তার হবু বর টোপর পরে তার কোলে।

তবে হাসিমুখেই দেখা যায় বিয়ের কনেকে।

এরপর থেকেই অনেকেই মনে করছেন, তাহলে কি ভালোবাসা দিবসে বিয়ে করলেন পায়েল? যদিও বিষয়টি পরে খোলাসা হয়েছে। মূলত ছবিটি পায়েল অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘কুলপি’র পোস্টার।  

একটি বামনের গল্পে নির্মিত হয়েছে ‘কুলপি’। যেখানে উচ্চতা ছোট হলেও মানুষের মনবল বা স্বপ্ন আকাশ ছোঁয়া হতে পারে। এমনই একটি গল্প তুলে ধরেছেন পরিচালক বৈশালী চট্টোপাধ্যায়।  

‘কুলপি’তে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পায়েলকে। তবে ‘কুলপি’র চরিত্রে দেখা যাবে নবাগত প্রত্যয় ঘোষকে। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, চুমকী চৌধুরীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।