ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাব্বির-মিমির কণ্ঠে বাংলা নববর্ষের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
সাব্বির-মিমির কণ্ঠে বাংলা নববর্ষের গান সাব্বির ও মিমি

প্রথমবার একসঙ্গে গান করলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সাব্বির জামান ও কণ্ঠশিল্পী শাফিকা নাসরীন মিমি। বাংলা নববর্ষ উপলক্ষে তার কণ্ঠে তুলেছেন ‘হৃদয়ের শুদ্ধতায় বৈশাখ’।

পরীক্ষিৎ চৌধুরীর কথায় গানটির সুর করেছেন রিপন চৌধুরী। সংগীতায়োজন সজীব দাশের। রাজধানীর আশেপাশের লোকেশনে নির্মিত হয়েছে গানটির ভিডিও।  

গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক বলেন, ‘হৃদয়ের শুদ্ধতায় বৈশাখ’ গানটির মূল থিম হলো, মানুষে মানুষে ভেদাভেদ, সকল ধরনের ভীতি ও পুরানো ক্ষত দূর করে মানুষের হৃদয়ে শুদ্ধতার উদয় হোক।

জানা যায়, বৈশাখের প্রথম দিন থেকে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে গানটি প্রচার হবে। একইসঙ্গে প্রকাশ পাবে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।