ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে পাশা-কাবিলাদের রমজানের গল্পে নতুন নাটক

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
ঈদে পাশা-কাবিলাদের রমজানের গল্পে নতুন নাটক মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষী আলম ও জিয়াউল হক পলাশ

নির্মাতা কাজল আরেফিন অমির নাটক মানেই চমকে ভরা আর দর্শকদের কাছে বাড়তি উন্মাদনা। আসন্ন ঈদে নতুন নাটক ‘ব্যাচেলর রমজান’ নিয়ে আসতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র এই নির্মাতা।

বিশেষ এই নাটকেও থাকছেন ব্যাচেলর পয়েন্টের পাশা, শুভ, কাবিলা, হাবুরা। অর্থাৎ মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম। তাদের সঙ্গে এতে আরও থাকবেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া।

নির্মাতা অমি জানান, ‘ব্যাচেলর রমজান’ নাটকে মূলত পাশা-কাবিলা-শুভদের রমজানের কর্মকাণ্ড তুলে ধরা হবে। রোজার সময় তারা কী করে, কে রোজা রাখে, কে লুকিয়ে খাবার খায়, কে নামাজ পড়ে, কে ফাঁকি দেয়; এসবই দেখা যাবে নাটকটিতে।

তিনি আরও জানান, সোমবার (১৮ এপ্রিল) থেকে শুরু হবে ‘ব্যাচেলর রমজান’ নাটকের শুটিং। নির্মাণ শেষে এটি ঈদের দিন ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।