ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে আসছে জোভান-মেহজাবীনের ‘লাভ ভার্সেস ক্রাশ ২’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
ঈদে আসছে জোভান-মেহজাবীনের ‘লাভ ভার্সেস ক্রাশ ২’ মেহজাবীন ও জোভান

দর্শকদের আগ্রহে নির্মিত হলো ছোট পর্দায় অন্যতম জনপ্রিয় জুটি মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান অভিনীত ‘লাভ ভার্সেস ক্রাশ’র নতুন পর্ব। এর প্রথম পর্ব এসেছিল তিন বছর আগে।

 

আসন্ন ঈদুল ফিতরে ‘লাভ ভার্সেস ক্রাশ ২’ প্রচার হবে বলে জানিয়েছেন, নাটকটির নির্মাতা প্রবীর রায় চৌধুরী।  

তিনি বলেন, ‘লাভ ভার্সেস ক্রাশ’ নাটকটি থেকে অনেক ভালো সাড়া পেয়েছিলাম। এটার সিক্যুয়ালের কথা অনেক দর্শক জিজ্ঞেস করেছিলেন! তাদের জন্য এই ঈদে এটা আমার উপহার।  

এই নির্মাতা জানান, নতুন পর্বটাকে সিক্যুয়াল বলা যায় না,একেবারে নতুন একটা গল্পে এই কাজটা করা হয়েছে।  

টানা ৫ দিন ঢাকা ও ঢাকার বাইরে বেশকিছু মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যায়ন হয়েছে।  

এ প্রসঙ্গে জোভান বলেন, খুবই চমৎকার একটা গল্প এবং বেশ ভালো আয়োজন নিয়ে কাজটি করা হয়েছে। সবকিছু মিলিয়ে দারুণ অভিজ্ঞতা।  

মেহজাবীন বলেন, ‘লাভ ভার্সেস ক্রাশ’ নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে অন্যরকম ভালো লাগা আছে, সেটা উপলব্ধি করি। আগের কাজটির মতো এটিও দর্শকের পছন্দ হবে বলে আমার বিশ্বাস।  

নাটকটিতে দুটি গান থাকছে, যেগুলো গেয়েছেন তাহসান খান, সাহিল, আয়েশা মৌসুমি এবং সঙ্গীতায়োজন করেছেন পিরান খান ও আল্ভি।  

নির্মাতা জানান, ঈদে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।