ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

রাজকুমার হিরানির সিনেমায় শাহরুখ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
রাজকুমার হিরানির সিনেমায় শাহরুখ খান হিরানি ও শাহরুখ খান

বড় খবর দিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। নির্মাতা রাজকুমার হিরানির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

একই সঙ্গে নতুন সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করেছেন এই অভিনেতা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) একটি মজার ভিডিও শেয়ার করে খবরটি জানান শাহরুখ খান। ভিডিওটি থেকে জানা যায় হিরানি-খানের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে ‘ডানকি’। যদিও আগে থেকেই তাদের জুটিবদ্ধ হয়ে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তা সত্যি হলো।

টুইটারে ভিডিও শেয়ার করে শাহরুখ খান লেখেন, ‘প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি তো আমার স্যান্টা ক্লজ হয়ে গেলেন। আপনি শুরু করুন, আমি সময় মতো পৌঁছে যাব। দেখা যাবে আমি সেটেই থেকে যাব। অবশেষে আপনার সঙ্গে কাজ করতে পারছি বলে কৃতজ্ঞ এবং উচ্ছ্বসিত।  

একই সঙ্গে তিনি জানান, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডানকি’। সিনেমাটি শাহরুখের বিপরীতে থাকবেন তাপসী পান্নু। শাহরুখ নিজের পোস্টে তাপসীকে ট্যাগ করেছেন, আবার তাপসীও শাহরুখকে ট্যাগ করেছেন।  

এদিকে, শাহরুখ খান বর্তমানে তার কামব্যাক সিনেমা ‘পাঠান’র কাজে ব্যস্ত রয়েছেন। এই সিনেমাটি ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।