ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মোশাররফ করিমের ‘মনের মানুষ’ মিম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, মে ১৪, ২০২২
মোশাররফ করিমের ‘মনের মানুষ’ মিম!

দীর্ঘদিন পর জুটি বেঁধে ছোট পর্দায় অভিনয় করলেন অভিনেতা মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মনের মানুষ’ নাটকে দেখা যাবে তাদের।

প্রায় আট বছর পর এক হলেন মোশাররফ ও মিম।

তিনি জানান, মিম শহরে পড়াশোনা করা মেয়ে। তার স্বামী মোশাররফ করিম থাকেন বিদেশে। স্বামী দেশে ফেরার পর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাদের জীবনে। সেসব ঘটনা সামলে কীভাবে তারা একে অপরের মনের মানুষ হয়ে ওঠেন তা নিয়েই গল্পটি। ‘মনের মানুষ’ প্রচার হবে আসছে ঈদুল আজহায়।  

নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ভাষ্য, ‘আমার কাছে এই দুটি চরিত্রের জন্য দুজনকে পারফেক্ট মনে হয়েছে। তাই তাদের নিয়ে কাজটি করলাম। ’ 

নাটকটি নিয়ে মিম বলেন, ‘এই নাটকের গল্পটা অন্যরকম। এমন ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করেছি কি না মনে নেই। আশা করি, গল্পে দর্শক ভিন্ন কিছু পাবে। ’

মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্পটা আলাদা। মিমের সঙ্গেও অনেকদিন পর কাজ করলাম। সব মিলিয়ে ভালোই লেগেছে। ’ 

জানা গেছে, সম্প্রতি রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় ‘মনের মানুষ’র দৃশ্যধারণ করা হয়েছে।

এর আগে মোশাররফ করিম ও মিম একসঙ্গে ‘প্রেম পাগল’, ‘মাইনাসে প্লাসে মাইনাস’, ‘হারানো সুর’, ‘কোনো এক প্রেমিক’ নাটকে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, মে ১৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।