ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

কান উৎসবে জুরি সদস্যদের ডিনারে দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ১৭, ২০২২
কান উৎসবে জুরি সদস্যদের ডিনারে দীপিকা

পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের এ বছরের আসর। মঙ্গলবার (১৭ মে) থেকে ১২ দিনের জন্য এই আয়োজন শুরু হচ্ছে।

এবারের উৎসবে নতুন রূপে ধরা দিচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

কান উৎসবে একাধিকবার রেড কার্পেটে দেখা গেছে এই ভারতীয় সুন্দরীকে। তবে এ বছর দীপিকা থাকছেন বিচারকের আসনে। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ৯ জুরির একজন তিনি।

এরই মধ্যে উৎসবে যোগ দিয়েছেন ‘পদ্মাবত’খ্যাত অভিনেত্রী। অংশ নিয়েছেন জুরি ডিনারে।  

সোমবার (১৬ মে) ফ্রান্সের রিভেরা শহরে পৌঁছেন দীপিকা। সেখানে গিয়ে হোটেল মার্টিনেজে কান ফিল্ম ফেস্টিভ্যাল জুরি ডিনারে অংশ নেন তিনি। রেবেকা হল, ভিনসেন্ট লিন্ডন, জেসমিন ট্রিনকা, আসগর ফারহাদি, লাদি লি, জেফ নিকোলাস এবং জোয়াকিম ট্রিয়ারসহ অন্যান্য জুরি সদস্যদের সঙ্গে রাতের খাবার খান এই অভিনেত্রী।

এ দিন দীপিকাকে কালো-সাদা এবং রঙিন আউটফিটে দেখা গিয়েছে।

চলতি উৎসবের সেরা পুরস্কার ‘পাম দ’-র নির্বাচন কমিটির জুরিদের অন্যতম একজন দীপিকা। দীপিকার আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, ঐশ্বরিয়া রাই বচ্চন, নন্দিতা দাস ও শর্মিলা ঠাকুর কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মে ১৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।