ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

মালাইকা-অর্জুনের বিয়ের তথ্য ফাঁস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মে ১৮, ২০২২
মালাইকা-অর্জুনের বিয়ের তথ্য ফাঁস!

চলতি বছর বিয়ে করবেন বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুর, এমন গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। তবে এবার ফাঁস হয়েছে তাদের বিয়ের মাসের তথ্য!  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এ বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে বা নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মালাইকা ও অর্জুন।

তবে সঠিক দিন এখনও ঠিক হয়নি। কিন্তু বিয়ের সময়টা শীতকালই হবে বলে সূত্রের দাবি।  

গুঞ্জন রয়েছে, বিয়ের জন্য মুম্বাইকেই বেছে নিচ্ছেন তারা। একেবারেই ঘরোয়া কিছু মানুষ উপস্থিত থাকবেন এই বিয়েতে! অংশ নেবে মালাইকার পরিবার ও পুরো কাপুর পরিবার। কিন্তু বিষয়টি নিয়ে এখনো তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।  

১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। এরপর ২০১৬ সালে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সাবেক এই দম্পতির একমাত্র ছেলে আরহান খান।

আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। নায়িকার এখন ৪৮! আর অর্জুনের ৩৬। তাদের প্রেমের বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরবর্তীতে তা প্রকাশ করেন। এখন বলিউডের অন্যতম চর্চিত প্রেমিক যুগল হচ্ছেন মালাইকা ও অর্জুন!

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মে ১৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।