ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

পল্লবীর প্রেমিক ৯ দিনের পুলিশ হেফাজতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ১৮, ২০২২
পল্লবীর প্রেমিক ৯ দিনের পুলিশ হেফাজতে

ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

বুধবার (১৮ মে) পশ্চিমবঙ্গের আলিপুর আদালত সাগ্নিককে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আগামী ২৬ মে পর্যন্ত তাকে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন দুপুরে আলিপুর আদালতে পেশ করা হয় পল্লবী মৃত্যু মামলার মূল অভিযুক্তকে।  
এর আগে মঙ্গলবার (১৭ মে) সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।  

রোববার (১৫ মে) সকালে গড়ফার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পল্লবীর মরদেহ। মাসখানেক আগে থেকেই প্রেমিক সাগ্নিককে নিয়ে এই বাসায় বসবাস শুরু করেন পল্লবী। সাগ্নিকের সঙ্গে ‘লিভ ইন’-এ ছিলেন তিনি। তবে বাড়ি ভাড়া নেওয়ার সময় তারা নিজেদের ‘বিবাহিত’ হিসেবে পরিচয় দিয়েছিলেন।  

এইদিকে, পল্লবী দে’র মৃত্যুর ঘটনায় প্রেমিক সাগ্নিক ও অভিনেত্রীর এক বান্ধবীর নামে থানায় হত্যা মামলা দায়ের করেন তার পরিবার।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।