ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

সুস্থ হয়ে গানে ফিরেছেন শারমিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মে ১৯, ২০২২
সুস্থ হয়ে গানে ফিরেছেন শারমিন

জটিল একটি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় ধরে গান থেকে দূরে ছিলেন কণ্ঠশিল্পী শারমিন আক্তার। গানের প্রতিযোগিতা ‘সেরা কণ্ঠ’র এই চ্যাম্পিয়ন এখন পুরোপুরি সুস্থ।

ফিরেছেন গানেও।  

বৃহস্পতিবার (১৯ মে) প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘পারলে একবার দেইখ্যা যাইও’। গানটির কথা ও সুর গীতিকার মোল্লা জালালের।  

এ প্রসঙ্গে শারমিন বলেন, ‘একমাত্র মহান প্রভুর অশেষ রহমতই আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে। কোটি কোটি মানুষের ভালোবাসা আর দোয়ার কারণেই আজ আমি গাইতে পারছি’।  

তিনি জানান, টানা দুই মাসের বেশি সময় ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন ছিলেন। ময়মনসিংহের নান্দাইলের মেয়ে শারমিন ছোট বেলা থেকেই তার পিতা বাউল শিল্পী হুমায়ুন কবীরের কাছে তালিম নেন। ২০১৫ সালে চ্যানেল আই আয়োজিত রিয়েলিটি শো ‘সেরা কণ্ঠ’র মাধ্যমে চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ১৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।