ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

‘পুষ্পা’ সিনেমার বাংলা ভার্সনে সিঁথির গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মে ২০, ২০২২
‘পুষ্পা’ সিনেমার বাংলা ভার্সনে সিঁথির গান

দক্ষিণ ভারতের লাল চন্দনের চোরাচালানের কাহিনি নিয়ে নির্মিতি হয়েছে আল্লু অর্জুন ও রেশমিকা মান্দানা জুটির ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমা। এ সিনেমাটির আয় ৪’শ কোটি রুপি ছাড়িয়েছে।

সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলা ভাষায়। যার জন্য এর গান তৈরি হচ্ছে বাংলায়৷ সিনেমাটির ‘সামি’ শিরোনামের জনপ্রিয় গানটিতে বাংলায় কণ্ঠ দিলেন বাংলাদেশের সিঁথি সাহা। শিল্পী নিজেই এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার ২০ মে সিঁথির গাওয়া গানটি প্রকাশ হয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর অফিশিয়াল মিউজিক লেবেল আদিত্য মিউজিকের ইউটিউব চ্যানেলে। যেখানে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সঙ্গে রয়েছে সিঁথি সাহার রেকর্ডিং দৃশ্য।

জানা যায়, বাংলায় গানটি লিখেছেন রাজিব দত্ত। দেবী শ্রী প্রসাদের সংগীত পরিচালনায় তামিল ভাষার মূল গানটি গেয়েছেন মৌনিকা। এরপর হিন্দি ভাষায় গেয়েছেন সুনিধি চৌহান।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ২০, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।