ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

৬৬ বছরেও নিজেকে নায়িকা মনে করেন নূতন

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মে ২১, ২০২২
৬৬ বছরেও নিজেকে নায়িকা মনে করেন নূতন নায়িকা নূতন

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা নূতন। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত নন তিনি। দিনে দিনে বয়সও হয়েছে ৬৬ বছর। তবে এই বয়সেও নিজেকে নায়িকাই মনে করছেন তিনি।

নায়িকা নূতন সামাজিকমাধ্যমেও বেশ সরব। শনিবার (২১ মে) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে নিজের মনের কথা তুলে ধরেন সোনালী দিনের এই তারকা।   

নূতন লেখেন, ‘আমি মানুষ যে বয়সেরই হই না কেনো মনে মনে আমি নিজেকে সব সময় নায়িকা ভাবি। আমি নায়িকা ছিলাম আছি থাকবো। মানুষ হওয়ার পরে আমি নায়িকা হয়েই মরবো। ’

ঢাকাই সিনেমার নন্দিত নির্মাতা দিলীপ বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে তিনি আরো লেখেন, ‘শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস আমাকে একবার বলছিলেন- নায়িকারা নায়িকাই হয়। অভিনেত্রীরা অভিনেত্রী আর চরিত্রাভিনেত্রীরা চরিত্রাভিনেত্রী হয়। তুমি নায়িকা হয়ে গেছো নায়িকাই থাকবা। ’

এখনও তিনি নিয়মিত জিম ও ডায়েট করেন উল্লেখ করে লেখেন, ‘যদিও প্রয়োজনের তাগিদে বা অভিনয়ের লোভে আমি খলনায়িকা, মা, বোন হয়েছি। তবে মনে-প্রাণে, চলনে-বলনে আমি নিজেকে আমার কাছে সবসময় নায়িকাই ভাবি। সেই ৮০/৯০ দশকের মতোই নিয়ম করে ব্যায়াম, খাওয়-দাওয়া ফিল্ম নিয়ে ভাবনা সব একই রকম আছে, শুধু শুটিং নেই। ’

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মে ২১, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।