ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

স্ত্রী-সন্তানের কারণে মাকে বৃদ্ধাশ্রমে রাখলেন বাবু!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মে ২২, ২০২২
স্ত্রী-সন্তানের কারণে মাকে বৃদ্ধাশ্রমে রাখলেন বাবু! ফজলুর রহমান বাবু, দিলারা জামান

মুক্তি পেল নতুন নাটক ‘মানুষ একটা দুই চাক্কার সাইকেল’। রাকায়েত রাব্বি রচিত নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ।

তিন গুণী অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, দিলারা জামান ও মুনিরা মিঠুর অভিনয়ে মানবিক গল্পে নির্মিতি হয়েছে নাটকটি।

নাটকের গল্পে ফজলুর রহমান বাবু একজন ব্যর্থ বাবা, ব্যর্থ সন্তান এবং ব্যর্থ স্বামী । তিনি তার নিজের দোষে বা নিজের জন্য ব্যর্থ হননি, তার ব্যর্থতার কারণ স্ত্রী-সন্তানের অনৈতিক আচরণ এবং অস্বাভাবিক চাহিদা।

শুধু তাই নয়, স্ত্রী-সন্তানের কারণে তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষ মমতাময়ী মাকেও বৃদ্ধাশ্রম রেখে আসতে হয়েছে। জীবনের একপর্যায়ে স্ত্রী-সন্তানদের চাহিদা মেটাতে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন তিনি। এগিয়ে যায় ‘মানুষ একটা দুই চাক্কার সাইকেল’-এর গল্প।

নাটকটিতে ফজলুর রহমান বাবুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান আর স্ত্রীর চরিত্রে মুনিরা মিঠু। এতে আরো অভিনয় করেছেন একে আজাদ সেতু, জামশেদ জামান, তানিন তানহা, ফরগান মিল্টন, মোহাম্মদ সালমান, শ্রাবণ সাব্বিরসহ অনেকে।

‘ও জীবন ছাড়িয়া না যাও মোরে’ গানটি এই নাটকে ব্যবহার করা হয়েছে। এটি বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।