ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ পেল আসাফ্উদ্দৌলাহ’র ১৩ গানচিত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, মে ২২, ২০২২
প্রকাশ পেল আসাফ্উদ্দৌলাহ’র ১৩ গানচিত্র

ঢাকা: খ্যাতিমান সঙ্গীতজ্ঞ মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহের ১৩টি গান ভিডিও আকারে প্রকাশ পেয়েছে।

রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে তার লিখিত ও সুর আরোপিত ১৩টি নতুন গান প্রকাশ করা হয়েছে।

 

এ সবগুলো গানে কলকাতার জনপ্রিয় ও সম-সাময়িক সঙ্গীতের একজন উদীয়মান তারকা এবং বিশিষ্ট গায়িকা পিউ মুখার্জি কণ্ঠ দিয়েছেন। সবগুলো গানের সঙ্গীত আয়োজন করেছেন পণ্ডিত তেজেন্দ্র মজুমদার।

গানগুলোর শিরোনাম হলো - পড়ে কি মনে, অবাক আলোয়, এখন সময় হল, বাইরে শ্রাবণ, কেনো চলে যেতে, কারে কারে বলি, কোনো রাত, মেঘ এসে ছুঁয়ে যায়, ফিরে ফিরে চেয়ে, রং এ তোমায় সাজাবো, 
গাছের সারি, তুমি ছাড়া কে বা, তুমিতো এখনও।  

অনুষ্ঠানে গায়িকা পিউ মুখার্জি নির্বাচিত ৬টি গান পরিবেশনা করে অতিথিদের মুগ্ধ করেন।

উল্লেখ্য, মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ তার দীর্ঘ সঙ্গীত জীবনে এখন পর্যন্ত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক কিংবদন্তী সঙ্গীত শিল্পীর সাথে কাজ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফিরোজা বেগম, 
ওস্তাদ গুলাম আলী, ওস্তাদ হামিদ খান, ওস্তাদ সাগীর উদ্দিন খান, আবিদা পারভীন এবং হৈমন্তী শুক্লা।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, মে ২২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।