ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

নগ্নতার অভিযোগে ইনস্টাগ্রাম লাইভে নিষিদ্ধ ম্যাডোনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ২৩, ২০২২
নগ্নতার অভিযোগে ইনস্টাগ্রাম লাইভে নিষিদ্ধ ম্যাডোনা

খোলামেলা পোশাক গায়ে সামাজিক মাধ্যমগুলোতে প্রায়ই হাজির হতে দেখা যায় মার্কিন পপ গায়িকা ম্যাডোনাকে। তাই নানা সময়ে তাকে পড়তে হয় সমালোচনার মুখে।

এবার এই তারকার বিরুদ্ধে উঠেছে নগ্নতার অভিযোগ। যার জেরে শাস্তিস্বরূপ ম্যাডোনাকে লাইভ করাতে নিষেধাজ্ঞা দিয়েছে ইনস্টাগ্রাম। ফলে এখন থেকে আর লাইভ ভিডিও করতে পারবেন না তিনি।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাডোনা তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন। কিন্তু কোন পোস্টের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

তবে বিষয়টি নিয়ে চমকে গেছেন বলে জানিয়েছেন ম্যাডোনা। একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘আমি জীবনেও এতো কাপড় পরিনি, এখন যা পরে আছি। এরা বলতে কী চাইছে? বিষয়টি আশ্চর্যজনক!’

এটাই প্রথম না, এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে ৬৩ বছর বয়সী এই গায়িকার বেশকিছু ছবি মুছে দিয়েছিল ইনস্টাগ্রাম, কারণ ছবিগুলোতে ম্যাডানোর স্তনবৃন্ত উন্মুক্ত ছিল!

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ২৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।