ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিকের সঙ্গে সোনাক্ষীর ছবি প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুন ৭, ২০২২
প্রেমিকের সঙ্গে সোনাক্ষীর ছবি প্রকাশ্যে প্রেমিক জাহিরের সঙ্গে সোনাক্ষী

বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার প্রেমিকের সঙ্গে তোলা ছবিতে সামাজিক মাধ্যমে ধরা দিলেন এই তারকা।

অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী। জাহির নিজেই ইনস্টাগ্রামে সম্পর্কের বিষয়টি জানিয়েছেন।

সোনাক্ষীর সঙ্গে মজার ভিডিও ও ছবি পোস্ট করে জাহির লেখেন, ‘আই লাভ ইউ’। এই ভিডিওর মাধ্যমে সোনাক্ষীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন জাহির।

এর মাধ্যমেই সোনাক্ষী-জাহিরের প্রেমের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল।

প্রকাশিত ভিডিওর কমেন্টের ঘরে জাহিরের প্রতি সোনাক্ষীও পাল্টা ভালোবাসা প্রকাশ করেছেন।

এদিকে পোস্টটিতে বলিউড তারকা তারা সুতারিয়া, রোহন শ্রেষ্ঠা, পত্রলেখা, বরুণ শর্মা, রাঘব জুয়ালসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, গুঞ্জন রয়েছে চলতি বছরেই নাকি জাহিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন সোনাক্ষী। তবে প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনলেও এখনো বিয়ে নিয়ে কিছুই জানাননি তারা।

সোনাক্ষী সিনহা অভিনীত মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘ডাবল এক্স এল’। এতে তার সহশিল্পী অভিনেত্রী হুমা কুরেশি। এদিকে, জাহির ইকবালকে হিন্দি সিনেমা ‘দ্য নোটবুক’-এ অভিনয় করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুন ০৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।