ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সাবেক স্ত্রীর করা মামলা জিতে জনির ৫৭ লাখের ডিনার পার্টি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ৭, ২০২২
সাবেক স্ত্রীর করা মামলা জিতে জনির ৫৭ লাখের ডিনার পার্টি প্রথম ছবিতে অ্যাম্বার হার্ডের সঙ্গে এবং অন্যটিতে পার্টিতে জনি ডেপ

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলায় জয়ের পর খুশির সংবাদটি বন্ধুবান্ধব নিয়ে উদযাপন করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। রোববার (০৫ জুন) ইংল্যান্ডের বার্মিংহামে বন্ধুবান্ধব নিয়ে এক ডিনারের আয়োজন করেছিলেন তিনি।

আর এ জন্য জনির খরচ হয়েছে ৬২,০০০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ টাকা।

বুধবার (০১ জুন) ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের আদালত মানহানি মামলায় অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে রায় দেন এবং জনিকে ১৫ মিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দেন। একইসঙ্গে জনির বিরুদ্ধে অভিযোগ আনার পিছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল বলেও জানায় আদালত।  

৫৮ বছর বয়সী জনি বিশেষ খবরটি উদযাপন করেছেন ‘ভারানসি’ নামের এক ভারতীয় রেস্টুরেন্টে। এটিই নাকি ইংল্যান্ডের বার্মিংহামের সবচেয়ে বড় ভারতীয় রেস্টুরেন্ট।  

৪০০ আসনের রেস্টুরেন্টটির অপারেশনাল ডিরেক্টর মোহাম্মদ হুসাইন নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘রোববার হঠাৎ করেই আমরা একটা কল পাই। আমাদের জানানো হয় যে জনি ডেপ বন্ধুবান্ধব নিয়ে আমাদের এখানে খেতে আসবেন। প্রথমে খুব চমকে গিয়েছিলাম, পরে যখন অভিনেতার নিরাপত্তারক্ষী দল এসে সবকিছু পর্যবেক্ষণ করলো, তখন নিশ্চিত হলাম। ’  

জানা যায়, প্রায় তিন ঘণ্টা ভারতীয় রেস্টুরেন্টটিতে অবস্থান করেন জনি। সেখানে সঙ্গীতশিল্পী বন্ধু জেফ বেকসহ আরো ২০ জনকে নিয়ে সেদিন ডিনার করেন এই তারকা। শুধু তাই নয়, রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তাকে খাবারের ব্যাগ হাতে বেরোতে দেখা গেছে।

এদিকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকার আচরণে মুগ্ধ রেস্টুরেন্টের কর্মীরা। তারা জনিকে বিনয়ী মানুষ বলে আখ্যা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।