ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মানসিক হাসপাতালের পাঁচ রোগীর গল্প 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুন ৯, ২০২২
মানসিক হাসপাতালের পাঁচ রোগীর গল্প 

রাশিয়ান নাট্যকার আন্তন চেখভের গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ওয়ার্ড নং সিক্স’। মিরন মহিউদ্দিনের ভাবানুবাদ ও টিভি নাট্যরূপে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছেন মো. ঈমাম হোসাইন।

 

নাটকটির শুরুতে মুখবন্ধ দিয়েছেন মঞ্চসারথি আতাউর রহমান। এটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনের জুন মাসের বিশ্ব নাটক পর্বে।  

নির্মাতা জানান, একটি মানসিক হাসপাতালের পাঁচজন রোগী, এক ডাক্তার এবং সেবিকার মনস্তাত্ত্বিক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ে নাটক ‘ওয়ার্ড নং সিক্স’।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, অনন্ত হীরা, শাহানা সুমি, খলিল রহমান কাদরী, সমাপ্তি মাসুক, দিলু মজুমদার প্রমুখ।

‘ওয়ার্ড নং সিক্স’ নাটকটি প্রচার হবে শুক্রবার (১০ জুন) রাত ৯টায় বিটিভিতে।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুন ০৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।