ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অন্তঃসত্ত্বা সাহসী এবং সুন্দর: সোনম

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ৯, ২০২২
অন্তঃসত্ত্বা সাহসী এবং সুন্দর: সোনম সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুরের জন্মদিন বৃহস্পতিবার (৯ জুন)। এবারের জন্মদিনটা একটু বেশি স্পেশাল অনিল কাপুরের কন্যার জন্য।

কারণ মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

জন্মদিনে সোনম তার বেবি বাম্পের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সাদা রঙের পোশাকে সোনমের সাহসী ছবি নজর কেড়েছে নেটিজেনদের।  

ছবির ক্যাপশনে সোনম কাপুর লিখেছেন, ‘মাতৃত্বের শেষ সময়ে আমার জন্মদিন। আমি যেমনটা অনুভব করি, তেমন পোশাক পছন্দ করি- অন্তঃসত্ত্বা, শক্তিশালী, সাহসী এবং সুন্দর। ’

সবকিছু ঠিক থাকলে কয়েক মাস পরেই সন্তানের মুখ দেখবেন সোনম। কিছুদিন আগে তার স্বামী আনন্দ আহুজা বেবিমুনের জন্য তাকে ইতালিতে নিয়ে গিয়েছিলেন। যার কিছু স্থিরচিত্রও শেয়ার করেছিলেন এই অভিনেত্রী।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর একাধিকবার তার মা হতে যাওয়ার গুঞ্জন চাউর হয়। অবশেষে সোনম-আনন্দের সংসার আলো করে আসতে যাচ্ছে এই দম্পতির প্রথম সন্তান।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।