ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তাদের ভক্তদের জন্য খারাপ খবর! 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুন ১২, ২০২২
তাদের ভক্তদের জন্য খারাপ খবর!  আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ

নির্মাতা ফারহান আক্তার ২০২১ সালের আগস্টে ‘জি লে জারা’ নামের সিনেমা নির্মাণের ঘোষণা দেন। মেয়েদের রোড ট্রিপের গল্পের এই সিনেমায় অভিনয় করার কথা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের।

তাই সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ চরম।

কিন্তু এখনও শুরু হয়নি সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ! চলতি বছরের জুলাই বা আগস্টের শুরুতে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এই সময়ে শুটিং শুরু হচ্ছে না।

একইসঙ্গে তিন অভিনেত্রীর শিডিউল নিয়েও নাকি সমস্যা রয়েছে। এই কারণেই ‘জি লে জারা’র কাজ জুলাইতে শুরু হচ্ছে না।  

এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর বলিউডের সিনেমায় ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিচালক ফারহানকে তিনি আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, সিনেমাটিতে যেন তার নাচের সুযোগ থাকে।  

জোয়া আখতার, ফারহান আখতার এবং রীমা কাগতি ‘জি লে জারা’র চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকছেন রীমা, জোয়া, রীতেশ সিধওয়ানি এবং ফারহান।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুন ১২, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।