ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘সবার ওপরে প্রেমিক প্রসেনজিৎ’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ১২, ২০২২
‘সবার ওপরে প্রেমিক প্রসেনজিৎ’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যতই বয়স বাড়ুক না কেন প্রেমিক চরিত্রেই দেখতে পছন্দ করেন ভক্তরা। তবে ‘বুম্বাদা’ নিজের- অভিনেতা, নায়ক নাকি প্রেমিক সত্তাকে এগিয়ে রাখেন? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি কথা বলেছেন এই অভিনেতা।

সেখানে তিনি বলেন, সবার ওপরে রেখেছেন প্রেমিক প্রসেনজিৎকে।  

যুক্তি দিয়ে প্রসেনজিৎ বলেন, ‘ভালো প্রেমিক মানেই ভালো স্বামী, ভালো বাবা, তাই। ’

টলিউডের দর্শকপ্রিয় অভিনেতা বলেন, ‘প্রেম এমন একটা শব্দ, যাকে একেক জন একেক ভাবে বিশ্লেষণ করেন। প্রেম একটি অনুভূতি, যা জীবনের শেষ দিন পর্যন্ত থাকতেই হবে। ’ 

তাহলে কি এখনও প্রেমে পড়েন প্রসেনজিৎ? জবাবে অভিনেতা বলেন, ‘আমি প্রেমে পড়ি না হয়তো। কিন্তু প্রচুর মানুষ এখনও আমার প্রেমে পড়েন। ’

সত্যিই তিনি প্রেমে পড়েন না? রুপালি পর্দার এই তারকার মন্তব্য, ‘আমিও প্রেমে পড়ি। তবে তার ভাষাটা আলাদা। বহিঃপ্রকাশও আলাদা! যুগের হুজুগ মেনে প্রেম হোয়াটসঅ্যাপেই সীমাবদ্ধ!’

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ১২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।