ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আসছে ‘স্কুইড গেম’ সিজন-টু

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুন ১৪, ২০২২
আসছে ‘স্কুইড গেম’ সিজন-টু

খেলায় জিততে না পারলেই মৃত্যু! আর জিততে পারলে অ্যাকাউন্টে ঢুকবে বড় অংকের অর্থ। এই ভয়ংকর খেলা আবারো ফিরছে।

নেটফ্লিক্সের পক্ষ থেকে সংক্ষিপ্ত টিজার প্রকাশ করে জানানো হয়েছে, ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন আসছে।

টিজারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘রেড লাইট… গ্রিন লাইট। ’ টিজারের পাশাপাশি পরিচালক হোয়াং দং-হিউক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ছোট বার্তা।  

সেখানে তিনি লেখেন, ‘স্কুইড গেমের প্রথম সিজন তৈরি করতে লেগে গিয়েছিল ১২ বছর। কিন্তু জনপ্রিয় হতে সময় নিয়েছে মাত্র ১২ দিন। সবাইকে ধন্যবাদ। জি-হান আবারো ফিরছে। ’

স্কুইড গেম’ ড্রামা সিরিজের লেখক ও পরিচালক হোয়াং দং-হিউক। জীবন যুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজটি। অদ্ভুত এক খেলায় মাততে দেখা যায় তাদের।

তবে নতুন মৌসুমে পুরনো অভিনেতাদের কারা কারা ফিরছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে হোয়াং ডং-হিউকের বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে যে, প্রধান চরিত্র সং গি-হুন (লি জাং-জে) এবং মাস্কের আড়ালে থাকা প্রতিপক্ষ ফ্রন্ট ম্যানের চরিত্রটি (লি বিউং হুন) ফিরে আসছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।