ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘তৃতীয় সন্তানের খবরটি ভুয়া’ বললেন ওমর সানি 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০২২
‘তৃতীয় সন্তানের খবরটি ভুয়া’ বললেন ওমর সানি  ওমর সানি-মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানির সঙ্গে একজনের কল রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে ওমর সানিকে বলতে শোনা যায়, ‘আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে।

আরো একটি সন্তান আসছে ইনশাআল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষি রেখে কথাগুলো বলছি। ’

মৌসুমী-ওমর সানি ও জায়েদ ইস্যুতে সোমবার (১৩ জুন) কল রেকর্ডটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। কল রেকর্ডের সূত্র ধরে বলা হচ্ছে, ওমর সানি-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি! 

এ বিষয়ে ওমর সানির সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে জানান, বিষয়টি গুজব। এডিট করে কথাটি ছড়ানো হচ্ছে।

এই চিত্রতারকা আরো বলেন, যারা এটা করছেন তারা কেনো করছেন তারাই ভালো বলতে পারবেন। অনেক গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাল কথা হয়েছে। কে বা কারা এটা এভাবে এডিট করে ছড়িয়েছে সেটা জানিনা। তবে কাজটি ঠিক করেননি।

সম্প্রতি স্ত্রী মৌসুমীকে বিরক্ত করার অভিযোগে শিল্পী সমিতিতে জায়েদ খানের নামে লিখিত অভিযোগ দেন ওমর সানি। তবে ওমর সানির অভিযোগকে অস্বীকার করেছেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু শিল্পী সমিতিতে যে অভিযোগ ওমর সানি করেছেন তাতে অটল থাকার কথা জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।