ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বাবা হলেন অভিনেতা আরেফ সৈয়দ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুন ১৫, ২০২২
বাবা হলেন অভিনেতা আরেফ সৈয়দ

অভিনেতা আরেফ সৈয়দের সংসারে এলো নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা হয়েছেন ‘অনিল বাগচীর একদিন’খ্যাত এই তারকা।

 

গত রোববার (১২ জুন) আরেফের স্ত্রী সামিয়া আফরোজ সন্তানের জন্ম দেন। মা ও সন্তান দুজনই ভালো আছেন। তারা কন্যার নাম রেখেছেন মিরহা আফরোজ সৈয়দ। ২০১৮ সালে সামিয়া আফরোজের সঙ্গে ঘর বাঁধেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেতা জানান, নবজাতক বেশ ভালো আছে। তার ওজন চার কেজির ওপরে। মাও সুস্থ আছেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে, তিনি এত সুন্দর উপহার দিয়েছেন।

মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে আরেফ সৈয়দের। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে সিনেমাটি নির্মিত।  

আরেফ যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন। সেখানকার থিয়েটারের সঙ্গেও যুক্ত তিনি। বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও চলচ্চিত্রে কাজ করেছেন। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘বেঙ্গলি বিউটি’। এছাড়া তিনি ‘কার্স অব কোহিনূর’ নামের মার্কিন সিনেমায় অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।