ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আবারো কলকাতার সিনেমায় মাহতিম শাকিবের গান 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০২২
আবারো কলকাতার সিনেমায় মাহতিম শাকিবের গান  মধুমিতা সরকার, বিক্রম চ্যাটার্জি ও মাহতিম শাকিব

একের পর এক কাভার গান করে ভাইরাল হয়ে ওঠেন মাহতিম শাকিব। তবে কাভার গানের পাশাপাশি মৌলিক গান প্রকাশ করেও আলোচিত হয়েছেন তিনি।

২০২১ সালে কলকাতার ‘প্রেম টেম’ নামের চলচ্চিত্রে ‘তাকে অল্প কাছে ডাকছি’ গানটি গেয়ে বেশ প্রশংসিত হন মাহতিম।

সেই ধারাবাহিকতায় সেখানকার আরো একটি সিনেমার গান করছেন তিনি। ‘কুলের আচার’ সিনেমায় ‘ভুল করেছে ভুল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের এই সিনেমার গানটি ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। এতে মাহতিমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার মধুবন্তী বাগচী। গানটির কথা ও সংগীতায়োজন করেছেন প্রসেনের দলবল।  

গানটি প্রসঙ্গে মাহতিম বলেন, ‘এর কথা ও সুর দারুণ, পাশাপাশি এর সংগীতায়োজন চমৎকার। যা গানটি করার প্রেরণা যুগিয়েছে। মধুবন্তী বাগচীর সঙ্গে গানটি করতে পেরে খুবই ভালো লাগছে। এটি শ্রোতাদের পছন্দ হবে বলে আমার বিশ্বাস। ’

‘কুলের আচার’ পারিবারিক সিনেমা। যেখানে দুজনের মর্মস্পর্শী উপাখ্যান তুলে ধরা হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন মধুমিতা সরকার ও বিক্রম চ্যাটার্জি। সুদীপ দাস পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ১৫ জুলাই।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।