ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রোহিঙ্গা ক্যাম্পে কী করছেন তাহসান!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুন ২২, ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে কী করছেন তাহসান! রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’-এর শুভেচ্ছাদূত হিসেবে এই পরিদর্শনে যান তাহসান।

জানা যায়, বিশ্ব শরণার্থী দিবস ছিল সোমবার (২০ জুন)। দিনটি উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেন তাহসান। সেখানে রোহিঙ্গা শরণার্থী, বেশ কয়েকজন রোহিঙ্গা শিল্পী ও চিত্রগ্রাহকের সঙ্গে কথা বলেন তিনি।

এছাড়াও উখিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তাহসান। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের একটি গান গেয়ে শোনান এই তারকা।  

তাহসান বলেন, বিশ্বের শরণার্থী ও বাস্তুচ্যুত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে রোহিঙ্গা সংকটেও কাজ করছে ইউএনএইচসিআর। রোহিঙ্গা শরণার্থীরাও বাড়ি ফিরতে চায়। তাদের অধিকারের বাস্তবায়ন চায়। তারা (রোহিঙ্গারা) নিজেদের দেশ ও নিজের ভাষাগত ও সংস্কৃতির ঐতিহ্য লালনে আগ্রহী।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হন তাহসান। ২০২১ সালে তাকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয় ইউএনএইচসিআর।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুন ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।