ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শাকিব-অপুকে একান্তে থাকার ব্যবস্থা করে দেন আফসারী!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ২২, ২০২২
শাকিব-অপুকে একান্তে থাকার ব্যবস্থা করে দেন আফসারী! অপু বিশ্বাস, শাকিব খান, মালেক আফসারী

ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি অপু বিশ্বাস আর শাকিব খান একসঙ্গে অনেক সিনেমা উপহার দিয়েছেন। এই দুজনকে নাকিব শুটিংয়ে নিয়ে গিয়ে, শুটিংস্পট থেকে দূরের নিরিবিলি বাংলোতে একান্তে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী।

'মনের জ্বালা' সিনেমার সময় এ কাজ করেছিলেন নির্মাতা। অবশ্য নিজ উদ্যোগে নয়, প্রযোজক তাপসী ঠাকুরের নির্দেশে নাকি মালেক আফসারী এ কাজ করেন।

অবশ্য সে সময় মালেক আফসারী প্রযোজকের কাছ থেকে প্রথম জানতে পারেন শাকিব ও অপু বিশ্বাস বিবাহিত। নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা জানালেন ঢালিউডের মাস্টার মেকার খ্যাত মালেক আফসারী।

মালেক আফসারী অপু বিশ্বাসের উদ্দেশে বলেন, আপনাকে কবে থেকে ম্যাডাম বলে ডাকি জানেন? এক শীতের সময়, আউটডোর। 'মনের জ্বালা' সিনেমার শুটিং, আপনাকে আর শাকিব খানকে শুটিংস্পট থেকে দূরের বাংলোতে থাকার ব্যবস্থা করে দিলাম। তখন আমার প্রযোজক তাপসী ঠাকুর ফোন করে জানালেন, আপনাদের যেন এভাবেই রাখি। আপনারা দুজন বিবাহিত বিষয়টি যেন গোপন রাখি- সেটাও বলা হয়।  

এই নির্মাতা বলেন, যখন জানলাম আপনারা বিবাহিত। এরপর দিন থেকে আপনি সুপারস্টার শাকিব খানের স্ত্রী, আপনাকে তো ম্যাডাম না ডেকে পারি না। তখন থেকেই আপনাকে ম্যাডাম ডাকি। সুন্দর শুটিং হইছে। সুপারডুপার হিট হইছে। আপনি খুব প্রশংসা করছিলেন।  

মূলত অপু বিশ্বাস একটি টিভি শোতে মালেক আফসারীকে ইঙ্গিত করে ট্রল করেন। সেই ভিডিওর প্রেক্ষিতে মালেক আফসারী ভিডিও বার্তায় অপু বিশ্বাসের কথার জবাব দেন। শুধু তা-ই নয়, মালেক আফসারী মনে করেন মিডিয়াতে ট্রল চলমান। এসব হজম করতে হবে সকলকে।  

এই নির্মাতা বলেন, আমি আপনাকে ট্রল করছি, আপনাকে হজম করতে হবে। আমাকে নিয়ে ট্রল করেছেন, এটাও আমার হজম করতে হবে। মিডিয়ায় এসব ট্রল চলবে। সবাই বিনোদন নেবে। রিকশা-ভ্যানচালক অবসর সময়ে এসব থেকেই বিনোদন নেবে, ইউটিউব থেকে বিনোদন নেয়।  

এ সময় অপু বিশ্বাসকে নানা বিষয়ে পরামর্শ দেন মালেক আফসারী। শাকিবের সঙ্গে সিনেমা করার সুযোগ পেলে ব্যক্তিগত বিষয় ভুলে সেখানেও অভিনয় করতে বলেন।  

বাংলাদেশ সময়: ১২১৩  ঘণ্টা, জুন ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।