ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রোমান্টিক লুকে নয়, এবার ভাড়াটে খুনির চরিত্রে সজল

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুন ২২, ২০২২
রোমান্টিক লুকে নয়, এবার ভাড়াটে খুনির চরিত্রে সজল অভিনেতা সজল

বরাবর রোমান্টিক লুকে পর্দায় হাজির হলেও এবার ভিন্নরূপে হাজির হচ্ছেন অভিনেতা সজল। যেখানে তাকে দেখলে যে কেউ ভয় পাবেন।

কারণ, এবার এই অভিনেতাকে দেখা যাবে ভাড়াটে খুনির চরিত্রে।

আনন জামানের চিত্রনাট্যে ‘আয়েশা’ শিরোনামের নতুন নাটক পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। সেখানেই এমন রূপে ধরা দিবেন সজল।  

নাটকের গল্প প্রসঙ্গে আনন জামান বলেন, বাংলাদেশের কোনো এক গ্রামের মেম্বার শামীমা নাজনীন। প্রকাশ্যে সে জনপ্রতিনিধি হলেও আড়ালে একজন আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়া। গ্রামের একজনকে খুন করার জন্য ভাড়াটে খুনি সজলকে নিয়ে আসে সে।  

অজানা অচেনা ভয়ংকর লুকের সেই সজলকে দেখে গ্রামের লোকজন কানাঘুষা করে। ওদিকে গ্রামের মেম্বার তাকে হুমকি দেয়, যে জন্য আনা হয়েছে সে কাজ শেষ করে যেন দ্রুত গ্রাম থেকে চলে যায়।  

সজল খুনি হলেও তার একটা নীতি আছে। যাকে খুন করবে তার আদ্যোপান্ত জেনেই কাজটি করবে। কোনো নিরীহ মানুষকে সে খুন করে না। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।  

‘আয়েশা’ নাটকে সজল ছাড়াও আরো অভিনয় করেছেন মীম মানতাশা, শামীম শান, সুজাত শিমুল, রাখাল সবুজ প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুন) রাত ১০টায় নাটকটি বৈশাখী টেলিভিশনের পর্দায় প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।