ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সাবিলার সঙ্গে ‘রঙিলা ফানুস ২’ নাটকে তৌসিফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুন ২২, ২০২২
সাবিলার সঙ্গে ‘রঙিলা ফানুস ২’ নাটকে তৌসিফ তৌসিফ ও সাবিলা

নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের অদ্ভুত সব স্বপ্ন পূরণের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রঙিলা ফানুস ২’। ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে জুটি বেঁধে নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

২০২১ সালে ঈদুল আযহায় শিহাব শাহীন নির্মাণ করেন ‘রঙিলা ফানুস’। সাবিলা নূর অভিনীত নাটকটি ইউটিউবে কোটি ভিউ পার করে। এবার একই নির্মাতার ‘রঙিলা ফানুস ২’তে এই অভিনেত্রীর সঙ্গে তৌসিফ যুক্ত হয়েছেন।

যথারীতি এবারের নাটকটিও রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য। সম্প্রতি শুটিং সম্পন্ন হয়ে এটি রয়েছে সম্পাদনার টেবিলে।  

নির্মাতা বলেন, ‘সিচুয়েশনাল কমেডি গল্পের নাটক এটি। তবে সমাজের নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের অদ্ভুত সব স্বপ্ন আর সেটি বাস্তবায়নের প্রয়াস নিয়ে এবারের গল্পটি সাজানো হয়েছে। ’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুন ২২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।