ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

‘পরাণ’ ও ‘সাইকো’র জন্য অনন্ত জলিলের শুভ কামনা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
‘পরাণ’ ও ‘সাইকো’র জন্য অনন্ত জলিলের শুভ কামনা

ঈদুল আযহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি নতুন সিনেমা। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা অনন্ত জলিল অভিনীত ‘দিন দ্য ডে’।

বিগ বাজেটের সিনেমাটির একাংশের প্রযোজক তিনি।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘দিন দ্য ডে’তে জলিলের বিপরীতে আছেন বর্ষা।

ঈদে দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দিন দ্য ডে’র জন্য। শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলেও বাকি দুই সিনেমা ‘পরাণ’ ও ‘সাইকো’ মুক্তি পেয়েছে যথাক্রমে ১১টি ও ১৭টি প্রেক্ষাগৃহে।

তবে এই দুটি সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন অনন্ত জলিল। একটি ভিডিও বার্তায় জলিল বলেন, আমার সিনেমা ছাড়াও ‘পরাণ’ ও ‘সাইকো’ নামে আরো দুটি সিনেমা মুক্তি পেয়েছে। আমি দুটি সিনেমার জন্যই শুভ কামনা করি। যেখানেই সিনেমা দুটি মুক্তি পেয়েছে, আশা করবো দর্শক দুটি সিনেমাই দেখবেন।

এ সময় জলিল আরো বলেন, দর্শক সিনেমা দেখলেই প্রযোজকরা আবারো নতুন সিনেমা বানাতে পারবে। শিল্পীরা নিয়মিত কাজ করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।