ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

‘সংসার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমাদের মেয়ে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
‘সংসার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমাদের মেয়ে’

দেখতে দেখতে সংসার জীবনের এক যুগ পার করলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। শনিবার (১৬ জুলাই) তাদের বিয়ের ১২ বছর পূর্ণ হয়েছে।

 

বিয়ে বার্ষিকীর বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। এই দীর্ঘ সংসার জীবনে তাদের সবচেয়ে সুন্দর অর্জন একমাত্র মেয়ে বলে জানালেন তিশা।

শনিবার ফেসবুকে মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে কোলে নিয়ে তোলা ছবি প্রকাশ করে তিশা লেখেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’

একই ছবি শেয়ার করে ফারুকী লেখেন, 'এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এই বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এই বছরেই চলে গেলেন আমার বাবা। আর এই বছরই আমাদের বিয়ের বারো বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কী এটা বোঝানোর মতো যুতসই শব্দ খুঁজছিলাম। পাই নাই। কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই বারো বছরের। এই জীবনতো কেবল স্মৃতি জমানোরই খেলা। আশা করি সামনে আরো মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভাণ্ডারে। '

মেয়ের ছবি প্রকাশ করা প্রসঙ্গে তিনি লেখেন, 'আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম। আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন। '

ফারুকী পরিচালিত ‘পারাপার’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছিলেন তিশা, সেখান থেকেই তাদের চেনাজানা। পরে ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয় দু’জনের। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘ দিনের সে প্রেম থেকে ২০১০ সালের ১৬ জুলাই তারা বিয়ে করেন।  

চলতি বছর ৫ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ফারুকী-তিশার প্রথম মেয়ে ইলহাম নুসরাত ফারুকী জন্ম নেয়। সুখেই কেটে যাচ্ছে যাদের জীবন সংসার।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।