ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

‘রণবীর পা টিপে দেয় না’ অভিযোগ আলিয়ার!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
‘রণবীর পা টিপে দেয় না’ অভিযোগ আলিয়ার! আলিয়া ভাট-রণবীর কাপুর

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বেশ কিছুদিন হলো হলিউডের সিনেমার শুটিং শেষ করে ভারতে ফিরেছেন এই অভিনেত্রী।

অন্তঃসত্ত্বা অবস্থায় আর পাঁচজন নারীর মতোই আলিয়াও যথেষ্ট আশাবাদী- রণবীর কাপুর তার খেয়াল রাখবে।

কিন্তু সেটা কি পাচ্ছেন না আলিয়া? এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র নায়িকা।

অন্তঃসত্ত্বা হওয়ার পর রণবীর আলিয়ার কতটা খেয়াল রাখেন সে বিষয়ে আলিয়া বলেন, ‘রণবীর আমার দারুণ খেয়াল রাখে! কিন্তু তাই বলে ও পা টিপে দেয় না। ওকে বললেও ও করবে না। নানাভাবে আমার খেয়াল রাখে। আগেও রাখতো এখন সেই মাত্রা আরো বেড়েছে। আমার জন্য অনেক কিছু করে রণবীর। ’

তিন মাসের টানা শুটিং, বিদেশের মাটিতে নানান কিছু খেতে ইচ্ছে করতো আলিয়ার। ডাল ভাত, পোহা, অমলেট এসব নাকি প্রচণ্ড মিস করেছেন কাপুর বধূ।

বর্তমানে বাড়িতে সকলের নজরে বেশ ভালো আছেন আলিয়া। প্রমোশন করছেন ‘ডার্লিং’ সিনেমার। সামনেই রণবীরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও দেখা যাবে তাকে। এর মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।