ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

২৩ থেকে বেড়ে ‘হাওয়া’ বইবে ৪১ সিনেমা হলে

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
২৩ থেকে বেড়ে ‘হাওয়া’ বইবে ৪১ সিনেমা হলে ‘হাওয়া’র পোস্টার

সপ্তাহ পেরিয়ে গেলেও বহুল আলোচিত ‘হাওয়া’ সিনেমা নিয়ে দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ২৯ জুলাই ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি।

আর দ্বিতীয় সপ্তাহে এসে ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে প্রায় দ্বিগুণ প্রেক্ষাগৃহে!

শুক্রবার (০৫ আগস্ট) থেকে এটি চলবে ৪১টি সিনেমা হলে চলবে।

সমুদ্রের পানির সঙ্গে মিশে যাওয়া জেলেদের গল্পে নির্মাণ হয়েছে ‘হাওয়া’। নির্মাণের পাশাপাশি কাহিনি এবং সংলাপ লিখেছেন মেজবাউর রহমান সুমন।  

সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।  

চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

যে সকল হলে চলবে সিনেমাটি:

ঢাকার মধ্যে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বিজয়সরণি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার, মহাখালী), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা (শ্যামলী), মধুমিতা (মতিঝিল), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), চিত্রামহল (বংশাল), সেনা সিনেমা (ঢাকা ক্যান্টনমেন্ট), আনন্দ (ফার্মগেট), গীত (জুরান)।

ঢাকার বাইরে: সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (গাজীপুর), সিনেস্কোপ (বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), চিত্রাবাণী (গোপালগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), শতাব্দী (শেরপুর), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), সিল্ভার স্ক্রীণ (ফিনলে স্কয়ার, চট্টগ্রাম), সুগন্ধা (কাজীর দেওরি, চট্টগ্রাম), ছন্দা (পটিয়া), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), রুপকথা (পাবনা), মৌচাক (ভাঙ্গুরা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মম ইন (রংপুর রোড, বগুড়া), রুটস সিনে ক্লাব (জেসি রোড, সিরাজগঞ্জ), গৌরি (শাহজাদপুর), শাপলা (রংপুর), গ্রান্ড সিনেপ্লেক্স (সিলেট), নন্দিতা (সিলেট)।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।