ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একমঞ্চে গাইবেন জেমস-পার্থ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
একমঞ্চে গাইবেন জেমস-পার্থ জেমস-পার্থ বড়ুয়া

এবার একই মঞ্চে সংগীত পরিবেশন করতে যাচ্ছে বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম দুই নাম নগরবাউল এবং সোলস। আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে তাদের কনসার্ট।

জানা যায়, ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডম বিনোদন কেন্দ্রে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এসএসসি-৯৭ ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানেই মঞ্চ মাতাবে জেমসের ‘নগরবাউল’ এবং পার্থ বড়ুয়ার ‘সোলস’। সঙ্গে থাকবে অন্য সংগীতশিল্পীদের পরিবেশনা।  

রজতজয়ন্তী উৎসবের আহ্বায়ক আবুল হাসনাত রুবেল বলেন, ‘‘সমবয়সী বন্ধুদের নিয়ে ফেসবুকভিত্তিক ‘এসএসসি-৯৭, এইচএসসি-৯৯’ সংগঠনটির বয়স পাঁচ বছর অতিক্রম করেছে। বিভিন্ন ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান উদযাপন ও আয়োজনের ধারাবাহিকতায় এবার সারা দেশের ব্যাচের বন্ধুদের নিয়ে এই আয়োজন। ’’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।