ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিয়ামের ওই ব্যাপারটা আমার হেব্বি লাগে: পরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
সিয়ামের ওই ব্যাপারটা আমার হেব্বি লাগে: পরী সিয়াম-পরীমণি

বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। এখন সংসার ও পুত্র সন্তানকেই সময় দিচ্ছেন তিনি।

শুটিং থেকে দূরে থাকলেও সামাজিকমাধ্যমে সরব পরীমণি। মাঝেমধ্যেই ফেসবুকে নানা ধরনের অনুভূতি ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ফেসবুকে চিত্রনায়ক সিয়ামকে নিয়ে পোস্ট দিয়ে ভক্তদের চমক দেখালেন তিনি।  

ওই পোস্টে পরীমণি লেখেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে। ’

এর আগে সিয়ামের সঙ্গে ‘বিশ্ব সুন্দরী’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন পরীমণি। ভক্তরা ভাবছেন হয়তো সেই সময়ে সিয়ামের সঙ্গে মেশার অভিজ্ঞতা থেকেই এমন কথা বলছেন তিনি।

আবার অনেকে ভিন্ন কথাও বলছেন। সম্প্রতি ‘দামাল’ সিনেমার প্রেস কনফারেন্সে পরীমণির স্বামী রাজকে বেশিরভাগ সময় মিমের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু সিয়ামকে কখনো মিমের হাত ধরতে দেখা যায়নি। রাজকে খোঁচা দেওয়ার জন্যও এমন মন্তব্য করতে পারেন পরীমণি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।