ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুক্তি পেলো মুনমুনের ‘রাগী’

পোস্টার সমালোচনা, ঢাকায় পেলো না কোনো মাল্টিপ্লেক্স!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
পোস্টার সমালোচনা, ঢাকায় পেলো না কোনো মাল্টিপ্লেক্স! ‘রাগী’র পোস্টারের মুনমুন এবং ‘হনুমান’ সিনেমার পোস্টারে ভারালক্ষী সরথকুমার

দীর্ঘদিন পর পর্দায় ফিরলেন চিত্রনায়িকা মুনমুন। শুক্রবার (১৪ অক্টোবর) মুক্তি পেয়েছে এই নায়িকার সিনেমা ‘রাগী’।

এর মাধ্যমে প্রথমবার তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়।

সম্প্রতি সিনেমাটির পোস্টারে ছুরি হাতে রাগী চেহারায় দেখা গেছে মুনমুনকে। এরপর থেকেই পোস্টারটি ঘিরে সমালোচনা শুরু হয়েছে। ‘রাগী’ সিনেমার এই পোস্টারের সঙ্গে দক্ষিণ ভারতীয় নির্মাতা প্রশান্ত ভার্মার ‘হনুমান’ সিনেমার পোস্টারের মিল পাওয়া গেছে।

‘হনুমান’ সিনেমার নায়িকা ভারালক্ষী সরথকুমারের মুখাবয়ব ও হাতে ডাবের ছড়ি ছাড়া বাকি সব হুবহু মিল রয়েছে ‘রাগী’ সিনেমার পোস্টারের সঙ্গে। এমনকি, হাতের বালা, গলার মালা, খোঁপার ফুল, পেছনের পাহাড় ও ডানপাশে পড়ে থাকা ব্যক্তিসহ সবকিছুর মিল রয়েছে। এটিকে ফটোশপের মাধ্যমে এডিট করে ‘গলাকাটা’ পোস্টার বলে অনেকেই মন্তব্য করেছে।

এমন সমালোচনা ছাপিয়ে সিনেমাটি দেশের ২৮টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে পায়নি ঢাকার কোনো বড় মাল্টিপ্লেক্স। সিনেমাটির প্রকাশিত হল লিস্টে দেখা যায়, ঢাকার বেশ কয়েকটি সিঙ্গেল স্ক্রিনে ‘রাগী’ মুক্তি পেলেও স্টার সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টারের মতো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে না সিনেমাটি।  

মিজানুর রহমান পরিচালিত ‘রাগী’ সিনেমায় মুনমুন ছাড়াও অভিনয় করেছেন আবির চৌধুরী, আঁচল আঁখি মৌমিতা মৌ, খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান ও কাজী হায়াৎ প্রমুখ।

যেসব হলে মুক্তি পেয়েছে ‘রাগী’: মধুমিতা (মতিঝিল, ঢাকা), চিত্রামহল (ইংলিশ রোড, ঢাকা), বিজিবি অডিটরিয়াম (হাজারীবাগ, ঢাকা), আনন্দ (ফার্মগেট, ঢাকা), গীত (যাত্রাবাড়ী, ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা, ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর, নারায়ণগঞ্জ), সেনা অডিটরিয়াম (নবীনগর, সাভার), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), ঝুমুর (জয়দেবপুর, গাজীপুর), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), শাপলা (রংপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), চিত্রালী (খুলনা), বিজিবি অডিটরিয়াম (সিলেট), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), রাজিয়া (নাগরপুর, টাঙ্গাইল), মনিকা (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর, নাটোর), তামান্না (সৈয়দপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), দুলাল (ফেনী), অভিরুচি (বরিশাল), পূর্বাশা (শান্তাহার, বগুড়া), স্বপ্বপুরী (শ্রীনগর, মুন্সীগঞ্জ)।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।