ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমার গানের দেশ আসলে বাংলাদেশ: কবীর সুমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
আমার গানের দেশ আসলে বাংলাদেশ: কবীর সুমন

আধুনিক বাংলা গানের অন্যতম সংগীতশিল্পী কবীর সুমন। ভারতের এই গায়ক বাংলাদেশে এসেছিলেন ১৩ অক্টোবর।

 এ সফরে তিনি অংশ নেন সংগীত পরিবেশনের অনুষ্ঠানে। এরপর সোমবার (২৪ অক্টোবর) নিজ দেশে ফিরে গেছেন।  

কলকাতা ফিরেই স্মৃতি কাতর হয়েছেন কবীর সুমন। বাংলাদেশে কাটানো দিনগুলোর কথা মনে করে হয়েছেন আবেগপ্রবণ। আর সেই আবেগের কথা সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তুলে ধরেন গুণী এই সংগীতশিল্পী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে তিনি তার ফেসবুকে লেখেন, ‘কলকাতায় যে অল্প কজন আমায় বাঁচিয়ে রাখেন তাদের অভাব অনুভব করেছি ১৩ অক্টোবর থেকে ২৪ অক্টোবর। কিন্তু বাংলাদেশ ছেড়ে এসে আমার হৃদয় আমায় বলে দিচ্ছে আমার গান, আমার গানের সুর, তাল, ছন্দ, লয়, লিরিক, গায়কি, আমার কীবোর্ডস বাজানোর দেশ আসলে বাংলাদেশ। ’

বাংলাদেশে তার শ্রোতাদের খুঁজে পেয়েছেন বলে মনে করছেন কবীর সুমন। তিনি লেখেন, ‘সেখানেই আমি এই চলতি তিয়াত্তরে আমার শ্রোতাদের খুঁজে পেয়েছি। ’

কারণ জানিয়ে এই গায়ক লেখেন, ‘তারা (বাংলাদেশের শ্রোতা) আমার ধর্ম, আমার ধর্মান্তরিত ধর্ম, আমার রাজনৈতিক মতবাদের রঙ, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী নন। তারা আমার গানবাজনা শুনতে আগ্রহী। নানান বয়সের মানুষ দুলে দুলে আমার গান শুনছেন। একটি কথাও নেই, কোথাও কোন ফোন বেঁজে উঠছে না। জীবনে প্রথম মনে হলো এদের শোনানোর জন্যই আমায় এখনো আরও রেয়াজ করতে হবে, শিখতে হবে, সৃষ্টি করতে হবে, শরীর ও কণ্ঠ ঠিক রাখতে হবে, কীবোর্ডসে দখল আরও বাড়াতে হবে, গান গাওয়ার ক্ষমতা 
 বাড়াতে হবে। ’

এদিকে বাংলাদেশ থেকে যাওয়ার আগে আসিফ আকবরের  সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কবীর সুমন৷ গানের কথা এমন- ‘আসিফ এখন একান্নোয় কবীর চলছে তিয়াত্তর, চলতে চলতে রাত ফুরোয়, রাত পেরোলেই আসবে ভোর…’।

জানা যায়, গানটির কথা ও সুর কবীর সুমনের। এর সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও করেছে ই মিউজিক, স্টুডিও বাংলা ঢোল এবং লেবেল আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটি প্রকাশ হবে।  

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এনএটি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।