ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মান্না দে’র প্রয়াণ দিবসে সমরজিৎ রায়ের শ্রদ্ধার্ঘ্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
মান্না দে’র প্রয়াণ দিবসে সমরজিৎ রায়ের শ্রদ্ধার্ঘ্য ...

উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দে’র প্রয়াণ দিবস উপলক্ষে তাঁকে উৎসর্গ করে মৌলিক গান প্রকাশ করেছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সমরজিৎ রায়।

‘একদিন শ্রাবণ হয়ে’শিরোনামে গানটির কথা লিখেছেন ওয়ালিদ হাসান।

সুর-সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ রায় নিজেই। বিনোদ রায়ের স্টুডিওতে রেকর্ডকৃত গানটির প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু। মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু, ভিডিও দৃশ্য ধারণে শেখ সাদী, ভিডিও নির্দেশনায় পিজিত মহাজন এবং ভিডিও সম্পাদনা করেছেন প্রেম প্রকাশ কর্ণ। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউসুফ আহমেদ খান।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে গানটি প্রকাশ পায়।

গান প্রসঙ্গে সমরজিৎ রায় বলেন, ‘মান্না দে’র গান শুনে শুনেই বড় হওয়া এবং গানকে আজীবনের সঙ্গী হিসেবে বেছে নেওয়া। তাঁর গানগুলোকে এতোটাই মনে ধারণ করেছি যে, নতুন কোনো মৌলিক গানের সুর করলেই ওনার গানের একটা ছাপ থেকে যায়। ওই ধারা থেকে বের হওয়া খুব কঠিন এবং বের হতে চাইও না। মান্না দে’র গান না হলে হয়তো আমাকে শিল্পী হিসেবে নাও পেতে পারতেন ভক্তরা’।

তিনি বলেন, ‘মান্না দে’র সান্নিধ্য পাওয়াটাও আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মান্না দে স্মরণে তাঁরই প্রয়াণ দিবসে আমার এই শ্রদ্ধার্ঘ্য। প্রিয় গীতিকার ওয়ালিদ হাসানের দারুণ লেখা এবং আমার সুরের এই বাংলা আধুনিক গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে বলে আশা রাখছি। ’ 

গীতিকার ওয়ালিদ হাসান বলেন, ‘এই গীতিকবিতা আমি যার জন্য লিখি, তিনি আমাদের সবার ভীষণ প্রিয় শিল্পী সমরজিৎ রায়। আমার এই কবিতাকে অসাধারণ সুরে রূপ দিয়ে তিনি গেয়েছেন’।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।