ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্ত্রীর গল্পে সিনেমা প্রযোজনায় ধোনি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
স্ত্রীর গল্পে সিনেমা প্রযোজনায় ধোনি! ধোনি-সাক্ষী

বিভিন্ন ধরনের ব্যবসায় বিনিয়োগ রয়েছে মহেন্দ্র সিং ধোনির। এবার স্ত্রী সাক্ষী সিং ধোনির সঙ্গে মিলে সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের অভিষেক হচ্ছে চলচ্চিত্র প্রযোজক হিসেবে।

চলচ্চিত্র প্রযোজনার জন্য তামিল সিনেমাকেই বেছে নিয়েছেন ধোনি। চলচ্চিত্র প্রযোজনার তিনি শুরু করেছেন প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর যাত্রা। যে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক তার স্ত্রী সাক্ষী।  

নিজের প্রযোজনা সংস্থা থেকে প্রথম তামিল সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি। সিনেমাটির মূল ভাবনা ধোনির স্ত্রী সাক্ষীর। পরিচালক রমেশ থামিলমনি। তবে নাম ঠিক হয়নি।  

ধোনি এন্টারটেইনমেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, শিগগিরই সিনেমার নায়ক-নায়িকার সম্পর্কে জানানো হবে। আর শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।